আট মাসে ১৩টি দেশ পাড়ি দিয়ে সৌদি আরবের মদিনায় পৌঁছেছেন ফরাসি পর্যটক মোহাম্মদ বুলাবিয়ার। এ সময় তাঁকে আট হাজার কিলোমিটারের বেশি পথ হাঁটতে হয়েছে। গত সপ্তাহে মদিনায় পৌঁছেন এবং শিগগিরই তিনি মক্কায় যাবেন এবং পবিত্র ওমরাহ পালন করবেন। গত বুধবার (১৬ মে) সৌদি বার্তা সংস্থা এসপিএ এক প্রতিবেদনে তার যাত্রার কথা জানায়।
দীর্ঘ ভ্রমণের প্রস্তুতি প্রসঙ্গে বুলাবিয়ার জানান, যাত্রার প্রস্তুতি হিসেবে তিনি দুই বছর আগে শারীরিক সক্ষমতা বৃদ্ধি করেন এবং দীর্ঘপথ হাঁটতে অভ্যাস গড়ে তোলেন। এরপর যাত্রাপথের রুট পরিকল্পনা, সব ধরনের সতর্কতা অবলম্বনসহ নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করেন।
তিনি বলেন, ‘আমি প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হেঁটেছি। আমি ভাগ্যবান যে আমার সব কিছু সুষ্ঠুভাবে চলছিল। দীর্ঘ সময় পর এখানে পৌঁছতে পেরে আমি আনন্দিত। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল মক্কা ও মদিনা যাওয়ার। গতকাল এখানে পৌঁছতে পেরে আমার দু’চোখ আনন্দাশ্রুতে ভরে গেছে। আমি সৌদি আরবের মানুষের সঙ্গে দেখা করতে পেরে খুবই আনন্দিত। এখানে পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। পথে পথে মানুষ আমাকে দাঁড় করিয়ে খাবার ও পানীয় উপহার দিয়েছে। অনেকে তাদের সঙ্গে কিছু সময় থাকার আমন্ত্রণ জানিয়েছে।’