English

17 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ২ লাখ ৯১ হাজার ৪৩৫ জন

- Advertisements -

এস এম আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি: বিশ্বে করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ আক্রান্ত জাপানে ১ লাখ ৮৪ হাজার ৩৭৫ জন,সর্বোচ্চ মৃত্যু জাপানে ৩৩৯ জনের এবং সর্বোচ্চ সুস্থ যুক্তরাষ্ট্রে ৬১ হাজার ৬৩৭ জন।

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ২ লাখ ৯১ হাজার ৪৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ লাখ ৫০ হাজার ২৭৭ জন। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ৬২৬ জনের। এ নিয়ে করোনায় মৃত্যু হয়েছে বিশ্বের ৬৬ লাখ ৮০ হাজার ৮৭৯ জন মানুষ বা আক্রান্তের ১%।

আর ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৩ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২৯৮ জন বা আক্রান্তের ৯৯%।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৪ হাজার ৭৯১ জন। বিশ্বে বর্তমানে মধ্যম মানের আক্রান্ত ২ কোটি ২ লাখ ২৪ হাজার ৮০০ জন বা আক্রান্তের ৯৯.৮% এবং গুরুতর অসুস্থ ৩৮ হাজার ৪৫৮ জন বা আক্রান্তের ০.২%।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ১০ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৮৯৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ২৬৩ জন। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে যুক্তরাষ্ট্রে ১১ লাখ ১৫ হাজার ৭৪৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ২৮৯ জনের। দেশটিতে এ পর্যন্ত অন্তত ৯ কোটি ৯১ লাখ ৭ হাজার ১৯৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রতিবেশী দেশ ভারত আক্রান্তের সংখ্যায় ২য় অবস্থানে আছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২২৬ জন, মৃত্যু ৯ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লাখ ৭৭ হাজার ৮২০ জন, আর এখন পর্যন্ত মৃত্যু ৫ লাখ ৩০ হাজার ৬৯০ জনের। ভারতে সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৬০৮ জন।

ফ্রান্সে মোট আক্রান্ত ৩ কোটি ৯০ লাখ ৭৫ হাজার ২৪৭ জন। মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৯৯৪ জন এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ৭৮ লাখ ১৪ হাজার ১৮৬ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৯ হাজার ৫১৭ জন এবং মৃত্যু ১২০ জনের।

জার্মানিতে মোট আক্রান্ত ৩ কোটি ৭১ লাখ ৭৭ হাজার ৮৪৫ জন। মোট মৃত্যু ১ লাখ ৬০ হাজার ৬১১ জনের এবং সুস্থ হয়েছেন ৩ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩০০ জন । গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪১ হাজার ৪৩১ জন, মৃত্যু ১৮৭ জনের।

ব্রাজিল আক্রান্তে ৫ম অবস্থানে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬০ লাখ ৮০ হাজার ৪২৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ৩৯২ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ৯২ হাজার ৫৭২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ১৬৫ জনের। এখন পর্যন্ত ব্রাজিলে ৩ কোটি ৪৭ লাখ ১২ হাজার ৩৪৯ জন সুস্থ হয়েছেন।

এর পরের অবস্থানে দক্ষিণ কোরিয়া। মোট আক্রান্ত ২ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার ৩৯০ জন। মোট মারা গেছেন ৩১ হাজার ৬১১ জন।সুস্থ হয়েছেন ২ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৫৪১ জন ।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৫ হাজার ৭৪১ জন, মৃত্যু ৬২ জনের।

জাপানে মোট আক্রান্ত ২ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার ৭৮২ জন। মোট মৃত্যু ৫৪ হাজার ৩৬৫ জনের। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৮৪ হাজার ৩৭৫ জন, মৃত্যু ৩৩৯ জনের।সুস্থ হয়েছেন ২ কোটি ৯ লাখ ৬৬ হাজার ৮৩৮ জন।

ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার ৩৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৫ হাজার ৩৫৭ জন। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৮৩ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৩৪ জনের আর ইতিমধ্যে ইতালিতে সুস্থ হয়েছেন ২ কোটি ৪২ লাখ ১৫ হাজার ২৪২ জন।

এর পরের অবস্থানে যুক্তরাজ্য। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৪২ জন। মারা গেছেন ১ লাখ ৯৮ হাজার ২৭১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫ হাজার ৬৪৫ জন এবং মৃত্যু ১৩৩ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৩৮ লাখ ৯ হাজার ৩৮০ জন।

আক্রান্তে ১০ম অবস্থানে রাশিয়া।এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৭ লাখ ৪৩ হাজার ৩০২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭ হাজার ৪৫১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯৩ হাজার ২২০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু ৫৪ জনের। অপরদিকে সুস্থ হয়েছেন ২ কোটি ১১ লাখ ৪০ হাজার ৯৪৩ জন।

তুরস্কে মোট আক্রান্ত ১ কোটি ৭০ লাখ ৪২ হাজার ৭২২ জন। মোট মৃত্যু ১ লাখ ১ হাজার ৪৯২ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৬৩ লাখ ২২ হাজার ২৫৩ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪২ হাজার ৬৮২ হাজার ৩২২ জন এবং মৃত্যু ৩৪২ জনের।

স্পেনে আক্রান্ত ১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ২৩৯ জন। মোট মৃত্যু ১ লাখ ১৬ হাজার ৬৫৮ জনের আর সেরে উঠেছে ১ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার ৩৮৮ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ২৫৫ জন, মৃত্যু ২৮ জনের।

ভিয়েতনামে মোট আক্রান্ত ১ কোটি ১৫ লাখ ২৩ হাজার ৭৮০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১৩ জন। মোট মৃত্যু ৪৩ হাজার ১৮২ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ জনের এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৬ লাখ ১০ হাজার ৫৭৩ জন।

অস্ট্রেলিয়ায় মোট আক্রান্ত ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৫০২ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ হাজার ৫৪৯ জন। মোট মৃত্যু ১৬ হাজার ৮৭৯ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু ৩৫ জনের। এবং সুস্থ হয়েছেন ১ কোটি ৮ লাখ ৬৬ হাজার ২০৬ জন।

আর্জেন্টিনায় মোট আক্রান্ত ৯৮ লাখ ২৯ হাজার ২৩৬ জন। মারা গেছেন ১ লাখ ৩০ হাজার ৮০ জন এবং সুস্থ হয়েছেন ৯৫ লাখ ৯৭ হাজার ১৬৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২২ হাজার ২২৭ জন এবং মৃত্যু ৩১ জনের।

তাইওয়ানে মোট আক্রান্ত ৮৬ লাখ ৪৪ হাজার ৫৫৫ জন। মারা গেছেন ১৪ হাজার ৯৯৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৩ লাখ ২৮ হাজার ১০৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৯ হাজার ৮৯১ জন, মৃত্যু ৪১ জনের।

নেদারল্যান্ডে মোট আক্রান্ত ৮৫ লাখ ৫৯ হাজার ১১৬ জন। মোট মৃত্যু ২২ হাজার ৯৫২ জন। আর সুস্থ হয়েছেন ৮৫ লাখ ১২ হাজার ৯২৭ জন।গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৩৬৫ জন,মৃত্যু ৪ জনের।

ইরানে মোট আক্রান্ত ৭৫ লাখ ৬০ হাজার ৬৬৭ জন। মোট মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ৬৭২ জনের এবং সুস্থ হয়েছেন ৭৩ লাখ ৩৫ হাজার ৮৩৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮ জন এবং মৃত্যু ০ জনের।

মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা ৭১ লাখ ৯৬ হাজার ৪৮৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ৩০ হাজার ৮৩৪ জনের। আর ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৬৪ লাখ ৪০ হাজার ১৪ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ১৮৭ জন এবং মৃত্যু ১২ জনের।

ইন্দোনেশিয়ায় মোট আক্রান্ত ৬৭ লাখ ১৩ হাজার ৮৭৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ হাজার ৫৩ জন। মোট মৃত্যু ১ লাখ ৬০ হাজার ৪৮৮ জনের, ২৪ ঘন্টায় মৃত্যু ২২ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৫ লাখ ৩০ হাজার ২৭৬ জন।

এদিকে করোনা আক্রান্তের ৪৮ নম্বরে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৮৭ হাজার ৯০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ জন, মৃত্যু ০ জনের।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন