English

18 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

ইরানের ৯ম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পেজেশকিয়ান

- Advertisements -

ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন মাসুদ পেজেশকিয়ান।

গত ৫ জুলাই রানঅফ নির্বাচনে সাঈদ জালিলিকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

মঙ্গলবার শপথ নেন তিনি। আনুষ্ঠানিক শপথ নেওয়ার সময় তিনি বলেন, “আমি প্রেসিডেন্ট হিসেবে, পবিত্র কোরআন ও ইরানের মানুষকে সামনে রেখে মহাশক্তিশালী আল্লাহর কাছে শপথ করছি আমি ইসলামিক প্রজাতন্ত্র ও এই দেশের সংবিধানের অভিভাবক হলাম।”

শপথ অনুষ্ঠানে ৮০টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংস্কারপন্থি হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান পেশায় এক সময় চিকিৎসক ছিলেন। সংসদ সদস্য হিসেবে তিনি দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

৬৯ বছর বয়সী হার্ট বিশেষজ্ঞ মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তিনি বাস্তবধর্মী একটি পররাষ্ট্রনীতি গ্রহণ করবেন। এছাড়া পশ্চিমাদের সঙ্গে ২০১৫ সালে করা পারমাণবিক চুক্তিটিও পুনর্জীবিত করার অঙ্গীকারও করেছেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন