ইন্দোনেশিয়ার জাভা সমুদ্র সৈকতে ভ্রমণে যাওয়ার পথে বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। আজ সোমবার পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গতকাল রোববার ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানান, মধ্য জাভার সুকোহারজো থেকে ৪৭ জন যাত্রী যোগিয়াকার্তা প্রদেশে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারালে এ হতাহতের ঘটনা ঘটে।
এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে প্রত্যক্ষদর্শীরা বলেন, বাসের ব্রেক কাজ করছিল না। বাসটি নিয়ন্ত্রণে নিতে ড্রাইভারকে হিমশিম খেতে দেখা যাচ্ছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কয়েকজন মারা যান। নিহতদের মধ্যে চালকও রয়েছেন। তবে বাসটির ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের খবরে বলা হয়, গত বছরের মার্চে পশ্চিম জাভা প্রদেশের সুমেদাংয়ে কয়েক ডজন তীর্থযাত্রী বহনকারী একটি বাস গভীর খাদে পড়ে যায়। এতে ২৯ জন নিহত হয়। এ ছাড়া ২০১৯ সালের শেষের দিকে সুমাত্রা দ্বীপে একটি বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।