ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে তানজেরাং কারাগারে আগুন লেগে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় কারাগারের বেশিরভাগ বন্দি ঘুমিয়ে ছিলেন।
সেখানকার ব্লক সি-তে ১২২ জন বন্দী অবস্থান করছিল। কারাগারের যে ব্লকটিতে আগুন লেগেছে সেখানে ৪০ জনের বেশি ধারণক্ষমতা। সেখানে মাদক সংক্রান্ত বিষয়ে জড়িতদের রাখা হয়। ধারণ ক্ষমতার অনেক বেশি বন্দি সেখানে থাকে।
ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারা বিভাগের মুখপাত্র রিকা এপ্রিয়েন্তি বলেন, রাত ১টা থেকে ২টার দিকে আগুন লাগে এবং পরে তা নেভানো হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানান তিনি।
সরকারি এক হিসাবে দেখা যায়, ওই কারাগারে মাত্র ৬০০ জনের ধারণক্ষমতা থাকলেও, বর্তমানে সেখানে দুই হাজারেরও বেশি বন্দি রয়েছে।