রাশিয়ায় পশ্চিমাঞ্চলের একটি শহরে ঢুকে যুদ্ধ করছে ইউক্রেনীয় বাহিনী। এতে সেখানে থাকা একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঝুঁকিতে পড়েছে। কারণ কেন্দ্রটি ড্রোন, আর্টিলারি বা ক্ষেপণাস্ত্র থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা নেই। জাতিসংঘের নিউক্লিয়ার ওয়াচডগের প্রধান এ তথ্য জানিয়েছেন।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি মঙ্গলবার রাশিয়ার কুরস্ক অঞ্চলের কুর্চাটোভ শহরের বাইরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শন করেছেন।
সেখানে ইউক্রেনীয় বাহিনী তিন সপ্তাহ আগে সীমান্ত পেরিয়ে প্রবেশ করে। রাশিয়া তাদের বের করে দেওয়ার জন্য লড়াই করছে।