ইউরোপের জনপ্রিয় ইউরোভিশন সংগীত প্রতিযোগিতার ট্রফি জেতে ইউক্রেনের র্যাপ-ফোক ব্যান্ড ‘কালুশ অর্কেস্ট্রা’। বিজয়ী ব্যান্ডটি দেশের সেনাবাহিনীর জন্য ড্রোন কিনতে ট্রফি বিক্রি করে দিয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, কালুশ অর্কেস্ট্রা ৯ লাখ মার্কিন ডলারে ট্রফি বিক্রি করে দিয়েছে। এই অর্থ তারা রাশিয়ার হামলা মোকাবিলায় সেনাবাহিনীর জন্য ড্রোন কিনতে ব্যবহার করবে।
ট্রফিটি কিনে নিয়েছে ক্রিপ্টোকারেন্সি এক্সচেইঞ্জ প্রতিষ্ঠান হোয়াইটবিট। হোয়াইটবিট বলেছে, ট্রফি নিলামে তুলে ১ মিলিয়ন ইউরো গঠনের লক্ষ্য ছিল। এটা দিয়ে তিনটি পিডি-২ ড্রোন কেনা হবে।
এদিকে ট্রফি ব্রিকি করার পর ব্যান্ড কালুশ অর্কেস্ট্রা ইনস্টাগ্রাম বার্তায় যারা নিলামের জন্য অর্থ সহায়তা করেছে বিশেষ করে হোয়াইটবিটকে ধন্যবাদ জানিয়েছে।
চলতি মাসের শুরুর দিকে ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিশেষ অনুমতি পেয়েছিল ‘কালুশ অর্কেস্ট্রা’। প্রতিযোগিতায় তারা ৬৩১ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যুক্তরাজ্য ও স্পেন।