বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া ও প্রতিবেশি ইউক্রেনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরইমধ্যে গত ১৫ ফেব্রুয়ারি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দু’টি ব্যাংকের ওয়েবসাইটে যে সাইবার হামলা হয়েছিল, তবে তার সঙ্গে রাশিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের রুশ দূতাবাস।
শনিবার এক টুইটবার্তায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘যে অভিযোগ আমাদের বিরুদ্ধে উঠেছে, তা আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। সাইবার হামলার সঙ্গে রাশিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই এবং রাশিয়া কখনও কারো বিরুদ্ধে এ ধরনের বিদ্বেষমূলক কাজকর্মকে প্রশ্রয় দেয় না।’
গত ১৫ ফেব্রুয়ারি, ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই দিনই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাজধানী কিয়েভের দুই ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা ঘটে।
সাইবার হামলার ফলে ব্যাংকিং নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় সীমাহীন ভোগান্তিতে পড়েন ইউক্রেনের বহু মানুষ।