English

16 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত

- Advertisements -

ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছে। গত দুই মাসের মধ্যে এটি ছিলো ইউক্রেনের কোনো এলাকায় রাশিয়ার চালানো সবচেয়ে বড় বিমান হামলার ঘটনা। শনিবার এ তথ্য জানিয়েছে একাধিক বিশ্বগণমাধ্যম।

এতে বলা হয়েছে, রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় শুধুমাত্র ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর উমানেই চার শিশুসহ ২৩ জন নিহত হয়। শহরটির আবাসিক এলাকাটিতে প্রায় ৮০ হাজার মানুষের বসবাস। উমান শহরে আবাসিক ভবনে হামলা হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। চলছে উদ্ধার অভিযান।

এদিকে, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রোতের একটি বাড়িতে ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই বছরের শিশু এবং ৩১ বছর বয়সী এক নারী নিহত হন। এছাড়া খেরসনের দক্ষিণাঞ্চলে বিলোজারকা গ্রামে শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এক নারী নিহত হন বলে জানায় সেখানকার কর্তৃপক্ষ।

মস্কো জানায়, তার (উমান) শহরের যে বাড়িতে হামলা চালিয়েছে সেখানে ইউক্রেনীয় রিজার্ভ সৈন্যদের অবস্থান ছিল। রুশ রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আরআইএর খবরে বলা হয়, শুক্রবারের হামলায় রাশিয়ার লক্ষ্য ছিল রিজার্ভ ইউনিটগুলো। রুশ বাহিনী এদিন নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে– এমন অস্ত্র ব্যবহার করেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন