আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আখলেহকে গুলি করার তথ্য স্বীকার করেছে ইসরায়েল। সিএনএনের খবরে বলা হয়েছে, হত্যাকাণ্ডের তিন মাস পর ইসরায়েলের সামরিক বাহিনী সাংবাদিক শিরিনকে গুলি করার বিষয়টি স্বীকার করল।
গত মে মাসে জেনিনে ইসরায়েলের অভিযানের সংবাদ সংগ্রহের সময় গুলিতে নিহত হয়েছিলেন আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আখলেহ।
সোমবার ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে বলেছে, যে গুলিতে সাংবাদিক আবু আখলেহ নিহত হয়েছে দ্ব্যর্থহীনভাবে তার উৎস জানা যায়নি। তবে অস্ত্রধারী ফিলিস্তিনিদের দিকে গুলি করার সময় শিরিন আখলেহ ইসরায়েলি সেনা সদস্যদের গুলিতে নিহত হয়েছেন তার উচ্চ সম্ভাবনা রয়েছে।
এই বিবৃতি দেওয়ার আগে ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, তাদের সেনারা জানতেন না, তারা সাংবাদিককে গুলি করছেন। অভিযুক্ত সেনা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বলেও জানিয়েছেন তিনি। তবে এই ঘটনায় কোনো ব্যবস্থা নেবে না বলে জানিয়েছে ইসরায়েল।