অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আওতায় আরও তিন জিম্মিকে মুক্তি দিয়েছে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। আজ শনিবার ইয়ার্দেন বিবাস (৩৪), ওফার কালডেরন (৫৩) এবং কেইথ সিগেলকে (৬৫) রেডক্রসের কাছে হস্তান্তর করেছে তারা।বিনিময়ে ইসরায়েল ১৮০ জনকে মুক্তি দেওয়ার কথা। ইতিমধ্যে ২৫ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এর আগে গত বৃহস্পতিবার ৮ জিম্মিকে মুক্তি দিয়েছিল তারা। এরমধ্যে তিনজন ছিলেন ইসরায়েলি, বাকি পাঁচজন থাইল্যান্ডের নাগরিক। সেদিন জিম্মিদের মুক্তি দেওয়ার সময় গাজার খান ইউনিসে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তবে আজ সুশৃঙ্খলভাবে নতুন তিনজকে মুক্তি দেয় তারা।
নতুন করে আজ যে তিন জিম্মিকে হামাস মুক্তি দিয়েছে, তার বিনিময়ে দখলদার ইসরায়েল তাদের কারাগার থেকে ১৮০ জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেবে। যারমধ্যে যাবজ্জীবন ও দীর্ঘ কারাদণ্ডপ্রাপ্তরাও রয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে সহস্রাধিক রকেট হামলা চালায় হামাস। এতে অনেক ইসরায়েলি নিহত হন। জিম্মি করা হয় অনেক বেসামরিককে। জবাবে গাজাবাসীর ওপর বহুদিন ধরে চলা নিপীড়ন জোরাল করে ইসরায়েলি বাহিনী। তাদের আগ্রাসনে নিহত হয়েছেন ৪৭ হাজারেও বেশি মানুষ। আহত হয়েছেন এক লাখেরও বেশি। তাদের বেশিরভাগই বেসামরিক।বিশ্বজুড়ে চাপ সৃষ্টির পর এক বছরেরও বেশি সময় পর চলতি মাসে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ।