English

21 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

আমেরিকা বেআইনিভাবে ড্রোন হামলা চালিয়ে মানুষ হত্যা করছে: তালেবান

- Advertisements -

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলাকে অবৈধ ও বেআইনি হিসেবে ঘোষণা করেছে তালেবান গোষ্ঠী। রবিবার কাবুলে মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ৬ শিশুসহ নিহত ৯ নিহত হয়েছেন।

সোমবার তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ওই হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত করে বলেন, ভিন্ন দেশের ভূখণ্ডে এ ধরনের হামলা পুরোপুরি অবৈধ ও বেআইনি।

তিনি আরও বলেন, ‘আমেরিকা হুমকির বিষয়টি আমাদেরকে অবহিত করতে পারত। নির্বিচারে এভাবে হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করা তাদের উচিৎ হয়নি।’

আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি বাড়ির ওপর ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। এরপর মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশের সম্ভাব্য হামলা ঠেকানোর জন্য এই ড্রোন হামলা চালানো হয়েছিল।

হামলায় নিহত এক ব্যক্তির ভাই বলেছেন, ‘তারা কেউ আইএসের সদস্য নন। যেখানে হামলা চালানো হয়েছে, সেটা একটি বাড়ি। সেখানে তার ভাই পরিবার নিয়ে থাকত।’

এছাড়া এই হামলার প্রত্যক্ষদর্শীরা বলেছেন,‘হামলায় বাড়িতে আগুন ধরে গিয়েছিল। প্রতিবেশীরা সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেছেন।’

মার্কিন সেনাদেরকে আগামীকাল ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার কথা রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন