শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রণিল বিক্রমাসিংহে বলেছেন, ‘বিক্ষোভকারীরা তাকে বলছেন, ‘বাড়িতে চলে যান’। কিন্তু এমন হুমকির কোনো মানে নেই। কারণ তার যাওয়ার মতো কোনো বাড়ি নেই।’ এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের বরাত দিয়ে আজ সোমবার এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।
উল্লেখ্য, অর্থনীতি নিয়ে সঙ্কটের জেরে শ্রীলঙ্কায় কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা মাহিন্দা ও গোতাবায়া রাজাপাকসে ও রণিল বিক্রমাসিংহের বাড়ি পুড়িয়ে দিয়েছেন।
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রণিল বিক্রমাসিংহে বলেন, ‘আমি আপনাদের (বিক্ষোভকারীদের) বলছি, যাওয়ার মতো কোনো বাড়ি আমার নেই।’
বিক্রমাসিংহে আরও বলেন, তাকে বাড়িতে যাওয়ার দাবি করা সময়ের অপচয়। বরং প্রতিবাদকারীদের উচিত তার পুড়ে যাওয়া বাড়িটি পুননির্মাণের চেষ্টা করা।
রণিল বিক্রমাসিংহে বলেন, ‘একজন লোককে যার বাড়ি নেই, তাকে বাড়িতে যেতে বলার কোনো মানে নেই।’ বাড়ি পুননির্মাণের পরে প্রতিবাদকারীরা তাকে বাড়িতে যাওয়ার দাবি করতে পারে বলেও জানান তিনি।