English

19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

আফগানিস্তান-পাকিস্তান উজবেকিস্তান রেল যোগাযোগ স্থাপনে চুক্তি সই

- Advertisements -

আফগানিস্তানের মাধ্যমে উজবেকিস্তান ও পাকিস্তান রেলওয়েকে সংযুক্ত করে রেল যোগাযোগ স্থাপন করা হবে। মঙ্গলবার পাকিস্তান, উজবেকিস্তান এবং আফগানিস্তান তিন দেশকে সংযুক্ত করার জন্য একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে।

ট্রান্স-আফগান প্রকল্পের যৌথ প্রটোকলের লক্ষ্য আফগানিস্তানের মাধ্যমে উজবেকিস্তান এবং পাকিস্তানের রেলওয়ে নেটওয়ার্ককে সংযুক্ত করা। এ লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তিনটি দেশের উচ্চপদস্থ রেলওয়ে কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে‌|

এক টুইট বার্তায় অন্তর্বর্তী তালেবান প্রশাসন পরিচালিত আফগানিস্তানের রেলওয়ে কর্তৃপক্ষ রেল যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার এবং রেলমন্ত্রী সাদ রফিক উপস্থিত ছিলেন। পরিকল্পনা অনুযায়ী, রেলপথটি উজবেকিস্তানের তারমিজ অঞ্চল, আফগানিস্তানের মাজার-ই-শরিফ এবং লোগার প্রদেশের মধ্য দিয়ে যাবে। আফগান সীমান্তের কাছে কুররাম উপজাতীয় জেলার খারলাচি সীমান্ত ক্রসিং হয়ে পাকিস্তানে শেষ হবে।

এই লাইনটি যাত্রী ও মালবাহী উভয় পরিষেবাকে সহজতর করবে এবং আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক বৃদ্ধিতে অবদান রাখবে। প্রকল্পটি ২০২৭ সালের শেষ নাগাদ সমাপ্ত হওয়ার কথা রয়েছে। ট্রেনগুলো ২০৩০ সালের মধ্যে বছরে ১৫ মিলিয়ন টন পণ্য পরিবহন করতে পারবে।

ধারণা করা হচ্ছে, ৭৬০ কিলোমিটার (৪৭২ মাইল) রেলপথটি উজবেকিস্তান এবং পাকিস্তানের মধ্যে পণ্য পরিবহনের সময় প্রায় পাঁচ দিন কমিয়ে দেবে। পণ্য পরিবহনের খরচ কমপক্ষে ৪০ শতাংশ কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন