আফগানিস্তানের লাগমন প্রদেশের গভর্নরের গাড়ি বহরকে লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। তবে গভর্নর রহমতউল্লাহ ইয়ারমাল বেঁচে আছেন। তিনি আহত হয়েছেন। নিহতদের মধ্যে তার চার দেহরক্ষী রয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরো ৩০ জন আহত হয়েছেন। আল-জাজিরা এ খবর জানিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান বলেন, নিহতদের মধ্যে ইয়ারমালের চার দেহরক্ষী রয়েছেন। আহতদের মধ্যে দুই দেহরক্ষী ও ২৮ জন বেসামরিক নাগরিক রয়েছেন।
এখনো পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটিতে তালেবান ও আইএস এখনো সক্রিয় রয়েছে।
এ ঘটনাটি ঘটলো যখন আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি কাতারের সাথে বৈঠকের উদ্দ্যেশ্যে দোহায় রয়েছেন।
প্রেসিডেন্টের উপ-মুখপাত্র দাওয়া খান মীনাপাল বলেন, প্রেসিডেন্ট গনি সেখানে আফগান সরকারি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করবেন, যারা কিনা এ মুহূর্তে তালেবানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন