English

26 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
- Advertisement -

আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কাছাকাছি তালেবান

- Advertisements -

আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কাছাকাছি চলে গেছে আফগানিস্তানের তালেবান সরকার। তবে এই স্বীকৃতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সব শর্ত বিনাবাক্যে মেনে নেওয়া হবে না। তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

গত বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও এই সরকারকে স্বীকৃতি দেয়নি। এছাড়া বিদেশে থাকা আফগানিস্তানের রিজার্ভ অর্থ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

বুধবার তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি জানান, ধীরে ধীরে তাদের সরকার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাচ্ছে।

তিনি বলেন, ‘স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়ায়…আমরা লক্ষ্যবস্তুর কাছাকাছি চলে এসেছি। এটা আমাদের অধিকার, আফগানদের অধিকার। আমরা আমাদের রাজনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখব এবং আমাদের অধিকার পাওয়ার আগ পর্যন্ত এই চেষ্টা অব্যাহত রাখব।

গত জানুয়ারিতে নরওয়েতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বৈঠক করেছে তালেবান। পশ্চিমা মাটিতে তালেবানের এটাই ছিল প্রথম বৈঠক।

মুত্তাকি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের সঙ্গে কথাবার্তা বলতে চায়। এ ক্ষেত্রে আমাদের ভালো অর্জন হয়েছে।’

তিনি জানান, বেশ কয়েকটি দেশ কাবুলে তাদের দূতাবাস পরিচালনা করছে। শিগগিরই আরও দেশ তাদের কার্যক্রম শুরু করবে।

আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি কিছু ইউরোপীয় ও আরব দেশও দূতাবাস চালু করবে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন