English

15 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
- Advertisement -

আগুনে পোড়া সেই গ্রেনফেল টাওয়ার ভেঙে দিচ্ছে যুক্তরাজ্য

- Advertisements -

২০১৭ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় লন্ডনের আকাশচুম্বী ভবন গ্রেনফেল টাওয়ার।সেই অগ্নিকাণ্ডে ৭২ জনের মৃত্যু হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেনি। গতকাল শুক্রবার ব্রিটিশ সরকার জানিয়েছে, তারা ভবনটি গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন।

লন্ডনের অন্যতম ধনী এলাকা গ্রেনফেলের ২৩ তলা বিশিষ্ট সামাজিক আবাসন ভবনে ২০১৭ সালের ১৪ জুন ভোরে আগুন লাগে। এতে ৭২ জন মারা যান এবং আহত হন আরও কয়েকশত মানুষ।

গত বুধবার ব্রিটেনের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার গ্রেনফেল টাওয়ারে নিহত ও আহতদের আত্মীয়স্বজনদের প্রতিনিধিত্বকারী ‘গ্রেনফেল নেক্সট অব কিন’ নামের একটি অ্যাডভোকেসি গ্রুপকে নিশ্চিত করেছেন, লন্ডনের গ্রেনফেল টাওয়ার ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে টাওয়ারটি ভেঙে ফেলার সিদ্ধান্তের কোনও কারণ জানাতে পারেননি রেনার। টাওয়ারটি ভেঙে ফেলার পরিকল্পনায় হতাহতদের কিছু পরিবারের সদস্য ক্ষুব্ধ হয়েছেন। তাদের দাবি, অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ফৌজদারি অভিযোগ না আনা পর্যন্ত স্মারক হিসেবে টাওয়ারটি সংরক্ষণ করা হোক।

জানা গেছে, বিশাল এই ভবন গুড়িয়ে দিতেও ২ বছর সময় লাগবে। এক বিবৃতিতে সরকার জানায়, ‘গ্রেনফেল টাওয়ার খুব সাধধানে ভাঙা হবে।’ ১৪ জুন এর অগ্নিকাণ্ডের ঘটনার ৮ বছর পূর্তির পর এই ভাঙার কাজ শুরু হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন