English

15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

আকাশ থেকে পড়ে পাইলটের রহস্যময় মৃত্যু

- Advertisements -

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশ থেকে পড়ে এক পাইলটের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, প্লেন চলন্ত অবস্থায় সে লাফ দিয়েছে অথবা পড়ে গেছে। শুক্রবার দেশটির নর্থ ক্যারোলিনায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্মকর্তারা। রোববার (৩১ জুলাই) ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডব্লিউআরএএলের প্রতিবেদনে বলা হয়, চার্লস হিউ ক্রুকসসহ প্লেনটিতে আরও একজন পাইলট ছিলেন। ১০ জন ধারণ ক্ষমতার প্লেনটিতে অন্য কোনো লোক ছিল না। কিন্তু এটি অবতরণের পর প্লেনটিতে চার্লসকে পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, চার্লস কোনো প্যারাসুট ছাড়াই প্লেন থেকে লাফ দিয়েছে না হয় পড়ে গেছে। ঘটনার পর কো-পাইলট নিরাপদে প্লেনটিকে অবতরণ করাতে সক্ষম হন। যদিও অবতরণের আগে ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় এটির একটি চাকায় সমস্যা দেখা দিয়েছে।

প্লেনটি অবতরণের সময় অনেকেই সেখানে ছিলেন। এরপর অন্যান্য বেশ কয়েকজন কর্মকর্তা চার্লসের মরদেহের সন্ধানে বের হন।

এরপর স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ফুকুয়ে-ভারিনা আবাসিক এলাকার পেছনের বনে তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ বলেছে, মরদেহটি একটি বাড়ি থেকে প্রায় ৩০ থেকে ৪০ ফুট দূরে নেমে আসে। পরে সেখানের বাসিন্দারা আইন প্রয়োগকারী কর্মকর্তাদের জানায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন