English

26 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
- Advertisement -

আইসক্রিম খেয়ে ফেলেছে মা, পুলিশ ডাকল ৪ বছরের শিশু

- Advertisements -

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মাউন্ট প্লিজেন্ট শহরের ঘটনা। গত ৪ মার্চ চার বছর বয়সী এক শিশু ৯১১ নম্বরে ফোন করে বলে, ‘আমার মা খারাপ কাজ করেছে। তাকে জেলে পাঠানো দরকার।’ এরপরই ফোন কেটে দেয় সে।

সেদিন ফোন পেয়ে শিশুটির বাড়িতে যায় মাউন্ট প্লিজেন্ট পুলিশ। তখন শিশুটি পুলিশকে জানায়, তার মা তার আইসক্রিম খেয়ে ফেলেছেন। তার মতে, মাকে জেলে পাঠানোই একমাত্র সমাধান।

বুধবার এক প্রতিবেদনে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

শিশুটির দাবি, মা তার আইসক্রিম খেয়ে ফেলে অন্যায় করেছেন। এ জন্য শিশুটি ন্যায়বিচার চায়।

তবে কিছুক্ষণ পর ছেলেটি তার মনোভাব পরিবর্তন করে বলে, ‘এখন আর তাকে জেলে পাঠাতে চাই না, আমি শুধু আইসক্রিম চাই।’

পরে শিশুটির মনোভাব পরিবর্তন হওয়ার পর তাকে শান্ত করে পুলিশ। পরদিন বিশেষভাবে আইসক্রিম এনে তাকে উপহার দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনাটি হাস্যকর হলেও এতে শিশুদের ন্যায্যতা, সততার অনুভূতির প্রতিফলন এবং আইনের প্রতি অগাধ বিশ্বাস ও উদারতা প্রদর্শন করে।

সিএনএরের কাছে পাওয়া অডিও রেকর্ডিং অনুসারে, ঘটনাটি যেভাবে ঘটেছে:

: হ্যালো, এটি রেসিন কাউন্টি ৯১১। কী সাহায্য করা যায়?

: আমার মা খারাপ কাজ করেছে।

: ঠিক আছে, কী ঘটছে?

: আমার মাকে ধরে নিয়ে এসো।

: ঠিক আছে, কী ঘটছে?

: মাকে ধরে নিয়ে এসো।

: তুমি কি জানো তোমার – হাই, কী হচ্ছে?

: ওহ, এই ছোট্টটি ফোনটি নিয়ে ফেলেছে, সে চার বছর বয়সী (মা)।

: ঠিক আছে।

: আর আমরা তাকে ধরতে চেষ্টা করছি কারণ সে বলেছিল ৯১১-এ ফোন করবে।

: না – আমি পুলিশে ফোন করেছি এবং বলেছি, ‘আমার মাকে নিয়ে আসো… এবং তাকে জেলে পাঠিয়ে দাও।’ তো আমাকে একা থাকতে দাও।

: আমি তার আইসক্রিম খেয়েছি, সম্ভবত এ কারণেই সে ৯১১-এ ফোন করেছে (মা)।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন