১৮ বছরের উঠতি এক অভিনেত্রীকে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগে কথিত কাস্টিং ডিরেক্টর দীপক মালাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুম্বাইয়ের ভারসোভা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের চেষ্টা), ৩৪২ (অন্যায়ভাবে আটকে রাখা), ৩৫৪ (আক্রোশ প্রকাশ) এবং ৩৫৪4 (ডি) (স্টকিং) ধারায় মামলা করা হয়েছে।
গত ১১ আগস্ট ওই তরুণীকে যৌন নিপীড়ন এবং মারধরের পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান বিহারের বাসিন্দা দীপক মালাকার।
পুলিশের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, নির্যাতিতা তরুণী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। ১১ আগস্ট মেয়েটিকে বন্ধুর ফ্ল্যাটে ডেকে নিয়ে তাকে যৌন নিপীড়নের চেষ্টা করে। মেয়েটি বাধা দিলে তার মাথা ও মুখে আঘাত করে দীপক। মেয়েটি অজ্ঞান হয়ে গেলে দীপক ও তার বন্ধুরা ধরে নিয়েছিলেন মেয়েটি মারা গিয়েছে। ভয় পেয়ে শহর ছেড়ে পালিয়ে যান তারা। জ্ঞান ফেরার পর চিৎকার করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
কয়েকদিন নিজের মোবাইল বন্ধ করে রেখেছিলে দীপক। এরপর সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। বয়ানে দীপক মালাকার তার অপরাধের কথা স্বীকার করেছে বলেও জানায় পুলিশ।