রুয়ান্ডা অবৈধভাবে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) দখল করতে এবং কঙ্গোর শাসনক্ষমতা পরিবর্তন করতে চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির তেরেজ কাইকোয়াম্বা ওয়াগনার।
শুক্রবার (৩১ জানুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী।
রুয়ান্ডা সমর্থিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠী সম্প্রতি কঙ্গোর গোমা শহর দখল করে নিয়েছে। কঙ্গোর রাজধানী কিনসাসার দিকে অগ্রসর হওয়ার হুমকি দিয়েছে। এর পরেই ওয়াগনার এই অভিযোগ তুলেছেন।
কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুয়ান্ডা অবৈধভাবে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) দখল করতে এবং কঙ্গোর শাসনক্ষমতা পরিবর্তন করতে চেষ্টা করছে। রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগমে বহু বছর ধরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি।
কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী রুয়ান্ডার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এর মধ্যে রুয়ান্ডার নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও বৈদেশিক সাহায্য বন্ধ করার দাবি রয়েছে। এছাড়া তিনি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম থেকে রুয়ান্ডার সেনাদের বরখাস্ত করারও আহ্বান জানিয়েছেন।
তবে রুয়ান্ডার সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। রুয়ান্ডার মুখপাত্র ইওলান্দ মাকোলো বলেন, রুয়ান্ডার সেনারা কঙ্গোর সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে মোতায়েন করা হয়েছে। তাদের ভূখণ্ড দখল বা শাসনক্ষমতা পরিবর্তনের কোনো উদ্দেশ্য নেই।
দক্ষিণ আফ্রিকার নেতৃত্বাধীন আঞ্চলিক জোট ‘দ্য সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি’ (এসএডিসি) কঙ্গো পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক করতে জিম্বাবুয়ে পৌঁছেছে। এই জোট কঙ্গোতে এম২৩ বিদ্রোহী গোষ্ঠীসহ অন্যান্য গোষ্ঠীগুলোর বিরুদ্ধে শান্তিরক্ষা কার্যক্রম চালাচ্ছে।