English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

অবশেষে তিন সন্তান নীতিতে ফিরে যাচ্ছে চীন

- Advertisements -

জনসংখ্যা নিয়ন্ত্রণে দীর্ঘ সময় ধরে কঠোর নিয়ম চালু রেখেছিল চীন। বিশ্বের সব থেকে জনবহুল দেশটি অবশেষে সেই নিয়ম থেকে অনেকটা দূরে সরে আসছে।

চীনের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, এবার থেকে সে দেশের বিবাহিত দম্পতিরা তিনজন করে সন্তান জন্ম দিতে পারবেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি এক পলিটবুরো বৈঠকে এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন। গত মাসের গোড়ার দিকে প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, চীনে সন্তান জন্মের হার এখন তলানিতে।

গত বছর এক কোটি ২০ লাখ শিশু জন্ম নিয়েছে চীনে। ১৯৫০-এর দশকের পর থেকে যা সব চেয়ে কম। সরকারি হিসেবে, প্রতি বিবাহিত নারীপিছু বর্তমানে গড়ে ১.৩ জন সন্তান জন্মায় সে দেশে।

দীর্ঘ কয়েক দশক ধরে কঠোর জন্ম নিয়ন্ত্রণ নীতি চালু থাকার ফলে চীনের জনসংখ্যার একটা বড় অংশ এখন বার্ধক্যের দিকে পা বাড়িয়েছে। অনেকটা জাপান বা ইতালির মতোই অবস্থা।

ফলে নতুন প্রজন্মের খোঁজে নীতি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে শি জিনপিং সরকার। সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এই নীতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকার এমন কিছু ব্যবস্থা নেবে, যা দেশের জনসংখ্যা পরিকাঠামো উন্নয়নে সাহায্য করবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন