English

21 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

অবরোধ করতে গিয়ে ট্রেনের মুখোমুখি: অল্পের জন্য প্রাণে বাঁচলেন আন্দোলনকারীরা

- Advertisements -

অনুমতি ছাড়া রেললাইনে অবরোধ করে ট্রেন চলাচল ব্যাহত করার অভিযোগ উঠেছে বাম শ্রমিক সংগঠনগুলোর বিরুদ্ধে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে রেললাইন অবরোধের সময় হঠাৎই চলে আসে একটি ট্রেন। এ সময় অল্পের জন্য প্রাণে বাঁচলেন আন্দোলনকারীরা।

সোমবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে কুলগাছিয়া স্টেশনের কাছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়্গপুরে এ ঘটনা ঘটে।

দেখা যায়, ধর্মঘট সমর্থনে বেশকিছু বামপন্থি কর্মী দলীয় পতাকা হাতে নিয়ে কুলগাছিয়া স্টেশনের কাছে রেললাইন অবরোধ করে। এ সময় দ্রুত গতিতে আসছিল ডাউন পাঁশকুড়া-শালিমার লোকাল ট্রেন। ট্রেনের সামনে চলে আসেন কয়েকজন অবরোধকারী। চলন্ত ট্রেনের সামনে পড়ে হুমড়ি খেয়ে রেল লাইনের পাশে ছিটকে পড়েন তারা। এ সময় এক কর্মী অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তবে এ ঘটনায় তিনি গুরুতর আঘাত পেয়েছেন।

অন্যদিকে, এ ঘটনার পরই আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় রেলের নিরাপত্তা কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। গৌতম পুরকায়েত নামে এক ধর্মঘট সমর্থনকারীর দাবি, অনেক আগে থেকে তারা পতাকা দেখাচ্ছিলেন। কিন্তু চালক ইচ্ছাকৃতভাবে ট্রেন চালিয়ে দেন। এতে এক জন গুরুতর আহত হয়েছেন। চালকের বিরুদ্ধে তারা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাবেন বলে হুঁশিয়ারি দেন।

দক্ষিণ-পূর্ব রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা এসকে আনন্দ জানান, কোনও অনুমতি ছাড়া রেল লাইনে অবরোধ করে ট্রেন চলাচল ব্যাহত করেছেন ধর্মঘট সমর্থনকারীরা; যা বেআইনি। ওই ধর্মঘট সমর্থনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন