অস্ট্রেলীয় এক মা তার এক বছর বয়সী মেয়েকে বিষপ্রয়োগ ও শিশুটির অসহায় অবস্থার ভিডিও প্রকাশ করে অনলাইনে অনুদান সংগ্রহের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। পুলিশ ও স্থানীয় গণমাধ্যমগুলো বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
কুইন্সল্যান্ডের গোয়েন্দা পরিদর্শক পল ডালটন সাংবাদিকদের বলেন, ৩৪ বছর বয়সী ওই নারী চিকিৎসকের অনুমতি ছাড়াই তার সন্তানকে ওষুধ দিয়েছেন এবং বিষয়টি গোপন রাখতে ‘বড় ধরনের চেষ্টা’ করেছেন।
তিনি আরো জানান, গত বছরের অক্টোবরে ব্রিসবেনের হাসপাতালকর্মীরা তাদের সন্দেহের বিষয়ে পুলিশকে জানিয়েছিলেন, যখন মেয়েটি মেয়েটি গুরুতর মানসিক অবস্থার চিকিৎসার জন্য সেখানে ছিল।এরপর পুলিশ ‘তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়’ এবং শিশুটিকে সুরক্ষিত করতে তদন্ত শুরু করে বলে ডালটন জানান।
পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়া ব্যবহৃত ওষুধ পরীক্ষার পর ইতিবাচক ফল পাওয়া গেছে। পরে বৃহস্পতিবার তাকে ১১টি অপরাধে অভিযুক্ত করা হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, ‘এ ধরনের জঘন্য অপরাধের বর্ণনা দেওয়ার জন্য কোনো ভাষা নেই।কোনো শিশুকে আঘাতের জন্য কোনো অজুহাত থাকে না, বিশেষ করে একটি শিশু, যে কিনা পুরোপুরি বড়দের যত্ন ও ভালোবাসার ওপর নির্ভরশীল।’
এদিকে অভিযুক্ত নারীর সংগ্রহ করা ৬০ হাজার অস্ট্রেলীয় ডলার বর্তমানে দাতাদের ফেরত দেওয়া হচ্ছে। শুক্রবার ব্রিসবেন ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে হাজির করার কথা রয়েছে।