ভারতে উত্তর প্রদেশ সীমান্তবর্তী এলাকার দরিদ্র মানুষেরা দাহ করার খরচ যোগাতে না পেরে মরদেহ গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। ভারতের বিহার রাজ্যের বক্সার জেলার গঙ্গায় পচে গলে ফুলে ওঠা ৭০ মরদেহ ভেসে এসেছে।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, ‘মরদেহের সংখ্যা বেড়ে হতে পারে একশ’র বেশি। ভারতের শ্মশানগুলোতে মরদেহ সৎকার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এরমধ্যেই গঙ্গা নদীতে ভেসে আসছে একের পর এক মরদেহ।’
কর্মকর্তারা আরও ধারণা করেন, ‘করোনায় মৃত ব্যাক্তির কিভাবে সৎকার করতে হয়, তা জানেন না প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষ। অনেকের ধারণা মরদেহ থেকে ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস। তাই ভয়ে মরদেহ নদীতে ভাসিয়ে দেয় তারা।’
নাম পরিচয়হীন এসব মরদেহ কোথা থেকে এসেছে তা নিশ্চিতভাবে বলা না গেলেও, কেউ কেউ জানাচ্ছেন, হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনা প্রতিরোধে গঙ্গার কোথাও কোথাও মরদেহ শনাক্তে জাল ব্যবহার করছে।