ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরায়েল যে বর্বর সামরিক আগ্রাসন চালাচ্ছে তা থামাতে রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। দেশটি বলেছে, মিশরের নজরদারিতে এ যুদ্ধবিরতি কার্যকর হবে।
এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, যুদ্ধবিরতি শুধু গাজা উপত্যকায় পালন করলে চলবে না বরং এর মধ্যে পবিত্র জেরুজালেম আল-কুদস শহরকেও অন্তর্ভুক্ত করতে হবে। সেখানে ইসরায়েলের ঘৃণ্য হামলা বন্ধ করতে হবে।
এদিকে, ইসরায়েলের চ্যানেল-টুয়েলভের বরাত দিয়ে ফিলিস্তিনের আল-কুদস টেলিভিশন চ্যানেল জানিয়েছে, রাশিয়ার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরাইল।
গত সোমবার থেকে গাজা উপত্যকার ওপর ইসরায়েল বর্বর আগ্রাসন শুরু করেছে। এরপর রাশিয়ার পক্ষ থেকে প্রথম কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হলো। তবে নির্বাসনে থাকা হামাসের অন্যতম নেতা সালেহ আরুরি বলেছেন- মিশর, কাতার ও জাতিসংঘ যুদ্ধবিরতির জোরদার প্রচেষ্টা চালাচ্ছে।