ভ্যাকসিনের তৃতীয় ট্রায়াল শুরু হলো সংযুক্ত আরব আমিরাতে। এবারও প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করলেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আল উওয়াইস। গতকাল শনিবার তিনি ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপে প্রথম ভ্যাকসিনটি গ্রহণ করেন। খবর এআরএন নিউজ সেন্টার এর।
জানা গেছে, চীনের সিনোফার্মার উদ্যোগ ভ্যাকসিন উন্নয়নে কাজ করছে। ভ্যাকসিন উন্নয়নে প্রথম ও দ্বিতীয় ধাপ পেরিয়ে এখন তৃতীয় পর্যায়ের ক্লিনিকেল ট্রায়াল শুরু হয়। স্বেচ্ছাসেবীদের মধ্যে শতভাগ সুরক্ষায় সার্স কোভ-২ এর এন্টিবডি তৈরি হয়।
ইতিপূর্বে বলা হয়, ভ্যাকসিনের ট্রায়াল যথাযথভাবে চলছে এবং মানুষের মধ্যের ভাইরাসের এন্টিবডি তৈরির ক্ষেত্রে এর ফলাফল খুবই উৎসাহজনক।ভ্যাকসিনের পরীক্ষা শুরু হওয়ার পর ছয় সপ্তাহে ১২৫টি দেশের প্রায় ৩১ হাজার স্বোচ্ছাসেবী ক্লিনিকেল ট্রায়ালে স্বোচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন