English

28 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
- Advertisement -

৬০ বছর বয়সী আইনজীবীর মাথায় মিস ইউনিভার্স বুয়েন্স আয়ার্সের মুকুট!

- Advertisements -

আর্জেন্টিনার ৬০ বছর বয়সী আইনজীবী ও সাংবাদিকের মাথায় উঠলো মিস ইউনিভার্স বুয়েন্স আয়ার্সের মুকুট।

এই সুন্দরী প্রতিযোগিতায় আলেজান্দ্রা রদ্রিগেজ ইতিহাস গড়ে এ মুকুট জিতলেন। ১৮ থেকে ৭৩ বছর বয়সী ৩৪ প্রতিযোগীকে পেছনে ফেলে এই মুকুট নিজের করলেন তিনি।

মে মাসে তিনি এবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় লড়বেন। আর সেখানে বাজিমাত করলেই আর্জেন্টিনার হয়ে গ্লোবাল মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবেন রদ্রিগেজ।

চলতি বছরের সেপ্টেম্বরে গ্লোবাল মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর বসবে মেক্সিকোতে।

সম্প্রতি আগের প্রথা থেকে বেরিয়ে এসেছে বিশ্ব সুন্দরীদের এই প্রতিযোগিতা। এখন সেখানে বিবাহিত, মায়েরা, ডিভোর্সি ও স্থুলকায় নারীরাও অংশ নিতে পারছেন।

২০২৩ সালে গ্লোবাল মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বয়সের বাধ্যবাধকতাও তুলে দেয়া হয়। ১৮ থেকে সব বয়সী নারীরাই এখন এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন। আগে ২৮ বছরের বেশি বয়সী কেউ এই প্রতিযোগিতার মুকুট জেতেনি।

রদ্রিগেজ বলেছেন, ‌‘আমরা একটা নতুন অধ্যায়ের সূচনা করলাম। নারীরা কেবল শারীরিক সৌন্দর্যই উপস্থাপন করে না, তারা একধরনের মূল্যবোধও তৈরি করে। আমি সেই প্রথম প্রজন্ম যে নতুন কিছুর শুরু করলো।’

ইন্টারনেটেও সাড়া ফেলেছেন এই ৬০ বছর বয়সী সুন্দরী। এক ইন্সটাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘তার বয়স ৬০ বছর, এটা হতেই পারে না!’ আরেকজন লিখেছেন, ‌‌‘তাকে এটা জিততেই হবে। আজকার দিনে মিস ইউনিভার্স সংস্থা এমন একজন নারীর সন্ধান করছে যার বক্তৃতা ভালো , সামাজিক প্রকল্প রয়েছে এবং যিনি ভালোভাবে প্রস্তুত।’

মিস ইউনিভার্স বুয়েন্স আয়ার্স কর্তৃপক্ষ বলেছে, ‘তিনি (রদ্রিগেজ) বহুমুখী প্রতিভার অধিকারী, একজন পেশাদার নারী এবং বুয়েন্স আয়ার্স প্রদেশকে জাতীয় পর্যায়ে ভালোভাবে উপস্থাপনের জন্য যথেষ্ট প্রতিশ্রুতিশীল।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন