ইন্দোনেশিয়ার একটি সাবমেরিন নিখোঁজের খবর পাওয়া গেছে। কেআরআই নাঙ্গালা-৪০২ নামের এই সাবমেরিনে ৫৩ জন নাবিক ছিলেন। আজ বুধবার ভোর রাতে সাবমেরিনটি বালির উপকূল থেকে প্রায় ৬০ মাইল (৯৬ কিমি) দূরের পানিতে নিখোঁজ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, সাবমেরিনটি বালি দ্বীপের দক্ষিণে একটি সামরিক অনুশীলনে অংশ নিচ্ছিল। ইন্দোনেশিয়ার নৌবাহিনী সাবমেরিনটির খোঁজ করতে এরই মধ্যে অনুসন্ধান প্রচেষ্টা শুরু করেছে।
এ বিষয়ে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের কাছেও সহায়তা চেয়েছে ইন্দোনেশিয়া সরকার। তবে এই দুই দেশের প্রতিরক্ষা কর্মকর্তারা এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।