মুদ্রার এপিঠ-ওপিঠ দেখা বুঝি একেই বলে। ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ২০২১ সালের জানুয়ারিতে ২০ হাজার কোটি মার্কিন ডলার ব্যক্তিগত সম্পদের মাইলফলক ছুঁয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
আর এক বছর পর ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে মূলধন থেকে ২০ হাজার কোটি ডলার খোয়ানোর রেকর্ড গড়লেন টেসলার প্রধান নির্বাহী মাস্ক।
৫১ বছর বয়সী মাস্কের সম্পদ কমছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে টেসলার শেয়ারের পতনের পরে তার সম্পদ ১৩৭ বিলিয়নে নেমে এসেছে। মঙ্গলবারও টেসলার শেয়ারের দাম কমেছে ১১ শতাংশ।
২০২১ সালের নভেম্বরেও ৩৪০ বিলিয়ন ডলারের সম্পদ ছিল টেসলার।
আর্থিক সঙ্কট কাটিতে উঠতে কিছু গাড়িতে টেসলাকে নজিরবিহীন ছাড় দিতে দেখা গেছে সাম্প্রতিক সময়ে।