২০২৫ সাল থেকে চীনের জনসংখ্যা কমা শুরু হতে পারে। এজেন্সি ফ্রান্স প্রেসের বরাত দিয়ে আজ মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।
বিশ্বে বর্তমানে একক দেশ হিসেবে চীনের জনসংখ্যা সবচেয়ে বেশি। জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের গৃহীত ‘এক সন্তান নীতি’র মতো কঠোর পদক্ষেপের কারণে চীনের জন্মহারে প্রভাব পড়েছে। ২০১৬ সালে বিধিনিষেধ শিথিল করলেও জনসংখ্যা প্রত্যাশিত হারে বাড়ছে না।
গত বছর তিন সন্তান নেওয়ারও অনুমতি দেয় সরকার। কিন্তু দেশটিতে ক্রমেই পরিবারের আকার ছোট হচ্ছে এবং জন্মহার হ্রাসের রেকর্ড স্পর্শ করেছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, চীনের জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখযোগ্য হারে কমেছে। এ হার নেতিবাচক পর্যায়ে যাবে বলেও জানিয়েছে কমিশন।