English

22 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

১৫০ বছর পর চুরি করা স্বর্ণ-রৌপ্যের প্রত্নতত্ত্ব ফিরিয়ে দিল যুক্তরাজ্য

- Advertisements -

যুক্তরাজ্য আসান্তে রাজ্য (বর্তমানে ঘানা) চুরি করা স্বর্ণের ৩২টির বেশি অলঙ্কার এবং রুপার প্রত্নতত্ত্ব ফিরিয়ে দিয়েছে। ১৫০ বছর পর ঘানা ছয় বছরের ঋণের বিনিময়ে এসব প্রত্নতত্ত্ব ফেরত পেয়েছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে।

৩২টি অলঙ্কার ১৯ শতকের দিকে আসান্তে এবং ব্রিটিশের মধ্যে সংঘর্ষ বাঁধলে আসান্তের রাজদরবার থেকে চুরি করে নিয়ে যায় ব্রিটিশরা। প্রত্নতত্ত্বগুলোর মধ্যে   ১৫টি ব্রিটিশ মিউজিয়ামে বাকিগুলো এবং দ্য ভিক্টোরিয়া এন্ড আলবার্ট মিউজিয়ামে সংরক্ষিত ছিল।

ঘানার কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে এসব অলঙ্কার লুটের অভিযোগ করে আসছিল।

শুক্রবার এসব স্বর্ণালঙ্কার ঘানার বর্তমান রাজার কাছে হস্তান্তর করা হয়। তার প্রধান মধ্যস্ততাকারী আইভর আগিয়েমান-ডুয়াহ বিবিসিকে বলেন, নিরাপদভাবেই এসব অলঙ্কার আমরা গ্রহণ করেছি।

এসব স্বর্ণালঙ্কার আসান্তের রাজা দ্বিতীয় ওতুমফুও ওসেই টুটুর রজত জয়ন্তী উপলক্ষে আগামী মাসে আসান্তি রাজ্যের রাজধানী কুমাসির মানহিয়া প্রাসাদ জাদুঘরে রাখা হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন