সম্প্রতি ইস্তাম্বুল মেদিনিয়েত বিশ্ববিদ্যালয়ের পাঠাগার উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। প্রায় তিন লাখ বর্গ ফুটের এই পাঠাগারটি আয়তনে তুরস্কের সর্ববৃহৎ পাঠাগার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও পাঠাগারটি ব্যবহারের সুযোগ পাবে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি সাততলা ভবনে স্থাপিত আছে পাঠাগারে ১০ লাখ বই এবং তা একত্রে পাঠ করতে পারবে তিন হাজার মানুষ।
ইস্তাম্বুল মেদিনিয়েত বিশ্ববিদ্যালয়ের পাঠাগার উদ্বোধনের সময় প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তুর্কি সরকার সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাগার যুক্ত করার লক্ষ্যে কাজ করছে। এ ছাড়া ঐতিহাসিক সামরিক স্থাপনা রামি ব্যারাক পাঠাগারে রূপান্তর করা হবে। ব্যারাকটি সুলতান আবদুল মজিদের শাসনামলে ক্রিমিয়ান যুদ্ধের সময় সামরিক সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হতো। ১৯৬০ সালে রামি ব্যারাকের সামরিক ব্যবহার শেষ হয়েছে।