English

28 C
Dhaka
শনিবার, মার্চ ২৯, ২০২৫
- Advertisement -

১০০ আবেদনের পর চাকরি পেয়েও ছেড়ে দিলেন তরুণী!

- Advertisements -
চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরছিলেন তরুণী। যে করেই হোক চাকরি পেতেই হবে। ১০০টি চাকরিতে আবেদনের পর তার ভাগ্যে অবশেষে একটি চাকরি মিলল। তিনি কাজেও যোগ দিতে গেলেন।
কিন্তু সেখানে গিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হলেন, তাতে মাত্র ১০ মিনিটেই কর্মস্থল ছেড়ে দৌড়ে পালিয়ে গেলেন।ঘটনাটি অস্ট্রেলিয়ার। যুক্তরাজ্যের বাসিন্দা সোফি ওয়ার্ড অস্ট্রেলিয়ায় গিয়ে চাকরি খুঁজছিলেন। বহুবার নানা প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেও লাভ হচ্ছিল না।

বারবার প্রত্যাখ্যাত হন তিনি।

সোফি জানান, অস্ট্রেলিয়ায় চাকরি খুঁজে পেতে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। তিনি অনলাইনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির জন্য আবেদন পাঠান। কিন্তু প্রতিবারই তার আবেদন বাতিল হয়ে যাচ্ছিল।

অবশেষে বড় ডিপার্টমেন্টাল স্টোরেও চাকরির জন্য আবেদন করেন।

গ্রাহক পরিষেবার ক্ষেত্রে তার পূর্ব অভিজ্ঞতা থাকলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ডাক পাননি তিনি। সোফি জানান, অনেক প্রতিষ্ঠান তার তিন দফা সাক্ষাৎকার নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো উত্তর না দিয়েই তারা যোগাযোগ বন্ধ করে দেয়।

অবশেষে একটি শিশু পরিচর্যা প্রতিষ্ঠানে ডাক পান সোফি।

সেখানকার চাকরির প্রস্তাবটি সোফি গ্রহণ করতে বাধ্য হন। প্রথম দিন কাজের জায়গায় গিয়ে তিনি চেষ্টা করেন কাজের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে। ১০ মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারেন এই কাজটির জন্য তিনি যোগ্য নন। সেখান থেকে পালিয়ে যান সোফি।

কিন্তু ১০ মিনিটে পালিয়ে যাওয়ার কারণ কী? সোফি সেখানে পৌঁছে দেখেন, একসঙ্গে ১০টি শিশু কাঁদছে। এই পরিবেশ ও দৃশ্য সোফির পক্ষে সহ্য করা কঠিন হয়ে পড়ে।

তাই তিনি দ্রুত সেখান থেকে সরে পড়েন। এমনকি নিজের খাবারের বাক্সটিও সেখানে ফেলে চলে আসেন। সোফি জানিয়েছিলেন, অফিসে ফিরে গিয়ে বাক্স ফেরত নেওয়ার সাহসও হয়নি তার।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন