English

28 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
- Advertisement -

হোয়াইট হাউস থেকে বরখাস্ত একাধিক শীর্ষ কর্মকর্তা, আলোচনায় লরা লুমার

- Advertisements -

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন, যা নিয়ে হোয়াইট হাউসে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বরখাস্তের নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ না করায় প্রশ্ন উঠেছে প্রশাসনের ভেতরে ও বাইরে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প যাদের ছাঁটাই করেছেন, তাদের মধ্যে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) কমপক্ষে তিনজন শীর্ষ কর্মকর্তা রয়েছেন।

এনএসসির যে তিন কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে বলে সিএনএন নিশ্চিত করেছে, তারা হলেন-ব্রায়ান ওয়ালশ, টমাস বুডরি এবং ডেভিড ফিয়েথ। প্রত্যেকেই এনএসসির উচ্চ পদে ছিলেন।

সিএনএন জানায়, ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত নেওয়ার আগে ট্রাম্প গত বুধবার তার ঘনিষ্ঠ সমর্থক লরা লুমারের সঙ্গে দেখা করেছিলেন। অনেকে এই বৈঠকের সঙ্গে ট্রাম্পের কর্মী ছাঁটাইয়ের যোগ খুঁজে পাচ্ছেন। তারপর থেকেই আলোচনায় ট্রাম্প সমর্থক লরা লুমার।

সূত্র উল্লেখ করে সিএনএন জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে দেখা করে প্রশাসনিক কর্তাদের ছাঁটাইয়ের পরামর্শ দিয়েছেন লরা। তার অভিযোগ, ওই কর্তারা ট্রাম্প এবং তার নীতির প্রতি অনুগত নন। এনএসসির বেশ কয়েকজনের নামের তালিকাও তিনি ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন বলে খবর বেরিয়েছে। এরপরই বৃহস্পতিবার ওই কর্মকর্তাদের বরখাস্ত করা হয়। এই ঘটনার পর রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন লরা লুমার।

২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সমর্থনে ঢালাও প্রচার করেন লরা। তিনি অতি দক্ষিণপন্থি এবং ট্রাম্পের সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত। একাধিকবার ট্রাম্পের মুখে তার প্রশংসা শোনা গেছে।

তার সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসে কর্মী ছাঁটাই নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প দুইয়ের মধ্যে যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, ‘আমরা সব সময়ই এমন মানুষ সরিয়ে দিই, যাদের আমরা পছন্দ করি না। অথবা, যারা কাজ করতে পারবেন না বলে আমাদের মনে হয়। অথবা, যারা অন্য কারও হয়ে কাজ করছেন বলে আমরা জানতে পারি।’

লরাকে ‘দেশপ্রেমী’ বলে উল্লেখ করে ট্রাম্প জানান, প্রশাসনিক সিদ্ধান্তের সঙ্গে লরার সঙ্গে বৈঠকের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ‘লরার সঙ্গে খুব অল্প সময়ের জন্য আমি দেখা করেছিলাম। ও আমাকে বেশ কিছু প্রস্তাব দিয়েছে। আমি কখনো কখনো এসব প্রস্তাব শুনি। তার পর নিজে বিবেচনা করে সিদ্ধান্ত নিই।’

ট্রাম্পের সঙ্গে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, খোলসা করতে চাননি লরা নিজেও।

এদিকে তিন কর্মকর্তাকে ছাঁটাই বিষয়ে কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেন, ‘কর্মচারীদের বিষয় নিয়ে এনএসসি সংবাদমাধ্যমে কোনো মন্তব্য করে না।’

তবে সূত্রের খবর, আরও কয়েকজন কর্মকর্তা শিগগিরই ট্রাম্পের রোষে পড়ে চাকরি হারাতে পারেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন