ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলায় একটি যাত্রীবাহী গাড়ি খাদে পড়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। রবিবার এ ঘটনা আহত হন আরও ১০ জন। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম নিউজ ১৮।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহতরা রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং দিল্লির বাসিন্দা। বানজারের বিজেপি বিধায়ক সুরেন্দর শৌররের বরাতে পিটিআই জানিয়েছে, রাত ৮টা ৩০ এর দিকে বাঞ্জার মহকুমার ঘিয়ারির কাছে টেম্পো ট্রাভেলার খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধারকারী দল। আহতদের স্থানীয় হাসপাতলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরবর্তী কুল্লু হাসপাতালে স্থানান্তর করা হয়। কুল্লু জেলার উপ-কমিশনার আশুতোষ গর্গ জানিয়েছেন, গাড়িতে চালকসহ ১৭ জন যাত্রী ছিলেন।