ইসরায়েলে হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চার আরব ইসরায়েলি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলি নিরাপত্তা সংস্থা (শিন বেট) এই তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলো কাফার কাসিমের বাসিন্দা মাহমুদ ইসা, আহমেদ ইসা ও গালাল হারসা এবং লোডের বাসিন্দা নোয়াচ আসাম।
তারা একটি চোরাচালান চক্রের অংশ ছিলেন বলে অভিযোগ রয়েছে। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃতরা সন্ত্রাসী সংগঠন থেকে অবৈধ মাদক গ্রহণ ও বিতরণের সাথে জড়িত ছিল।
ইসরায়েলের দাবি লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ তার অর্থায়ন কার্যক্রমের অংশ হিসাবে একটি বিশ্বব্যাপী মাদক নেটওয়ার্ক পরিচালনা করে।
গ্রেফতারকৃতদের বয়স ২৮ থেকে ৩৯ বছরের মধ্যে। তারা লেবাননের সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে উচ্চমানের বিস্ফোরক চোরাচালানের অভিযোগেও অভিযুক্ত। তাদের কাছে ইরানের তৈরি দুটি বিস্ফোরক ও আরেকটি উচ্চবিস্ফোরক ডিভাইস জব্দ করেছে নিরাপত্তা বাহিনী।
খবর অনুসারে, অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে একজন অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য ওই ডিভাইসটি (যন্ত্র) ব্যবহার করতে চেয়েছিলেন।