English

18 C
Dhaka
শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫
- Advertisement -

হাসপাতালে গিয়ে চিকিৎসা নিল বানর

- Advertisements -

ভারতের বিহার রাজ্যের একটি ক্লিনিকে সেবা নিতে গেছে বানর। বানরটির গায়ে ক্ষত রয়েছে। ভালোভাবে পর্যবেক্ষণ করে বানরটির চিকিৎসাও দিয়েছেন চিকিৎসকরা।

এনডিটিভি জানিয়েছে, চিকিৎসকের জন্য অন্য রোগীদের মতো অপেক্ষায় ছিল বানরটি। সঙ্গে করে নিজের বাচ্চাকেও নিয়ে গিয়েছিল সে। একপর্যায়ে ডাক্তারকে নিজের ক্ষত দেখিয়ে চিকিৎসা নিয়েছে।

উৎসুক জনতা জটলা পাকিয়ে বানরের চিকিৎসা নেওয়ার দৃশ্য দেখেছে। ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। বানরের বুদ্ধিমত্তার প্রশংসা করছেন নেটিজেনরা।

বিহারের ডা. এস এম আহমেদের চিকিৎসাকেন্দ্র মেডিকো ক্লিনিকে গিয়েছিল বানরটি। চিকিৎসকের নির্দেশনা মেনে রোগীর শোবার ‘বেডে’ শান্তভাবে শুয়েও থেকেছে বিচক্ষণ বানরটি। খবরটি ওই এলাকায় দ্রুত ছড়িয়ে যায়। এরপর দৃশ্যটি একনজর দেখার জন্য মুহূর্তেই ভীড় বাড়তে থাকে।

চিকিৎসক এস এম আহমেদ বলেন, শুরুতে বানরটি একটু ভয় পাচ্ছিল। পরে বুঝলাম- সে আঘাত পেয়েছে। তাকে টিটেনাস ইনজেকশন ও অন্যান্য ওষুধ দেওয়া হয়েছে। পুরো সময়ে একদম শান্ত ছিল বানরটি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন