নেদারল্যান্ডসের রাজা ও রানি জানিয়েছেন, তাদের ১৮ বছর বয়সী কন্যা হামলা ও অপহরণের ভয়ে মুক্তভাবে চলাফেরা করতে পারছেন না।
প্রিন্সেস আমালিয়া এতটাই ভয় পেয়েছেন যে আগে পড়াশোনার জন্য আমস্টারডাম থাকলেও, সেখান থেকে বাড়ি ফিরে এসেছেন।
আমালিয়ার মা-বাবা সুইডেনে রাষ্ট্রীয় সফরের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেশ আবেগপূর্ণভাবে বিষয়টি বিস্তারিতভাবে জানিয়েছেন।
এ ব্যাপারে কথা বলতে গিয়ে রানি ম্যাক্সিমার চোখ ছলছল করে ওঠে।
তিনি জানিয়েছেন, অন্যদের যেখানে ছাত্রজীবন রয়েছে, তার মেয়ের এ রকম কোনো স্বাভাবিক জীবন নেই বলে আক্ষেপ করেন তিনি।
তবে তার পরিবার আশা করছে যে, কঠোর নিরাপত্তা সতর্কতায় অস্থায়ীভাবে থাকতে হচ্ছে তাকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছে তারা।
নিরাপত্তার আশঙ্কা নিয়ে রাজপরিবারের কারো এভাবে মুখ খোলার ঘটনা বিরল। তবে মেয়ের ব্যাপারে এ ধরনের শঙ্কা খোলাখুলিই প্রকাশ করলেন নেদারল্যান্ডসের রাজা-রানি।