হাঙরের সঙ্গে ছবি তুলতে গিয়ে নিজের দুই হাত হারিয়েছেন কানাডার এক নারী। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কোভ দ্বীপে ঘটে এ ঘটনা। সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড শনিবার (১৫ ফেব্রুয়ারি) জানিয়েছে, ৫৫ বছর বয়সী ওই নারী ৬ ফুট লম্বা একটি হাঙরের সঙ্গে সেলফি তুলতে পানিতে নামেন। ঠিক তখনই হিংস্র মাছটি তার হাত কামড়ে দেয়। এতে তার দুটি হাতই ক্ষতবিক্ষত হয়।
এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার একটি হাতের কব্জি থেকে কেটে ফেলতে হয়। আর অপর হাতের বাহু পর্যন্ত কাটা যায়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, হাঙরটি যখন হামলা করে তখন সৈকতে থাকা অন্য মানুষ এগিয়ে আসেন। তার স্বামী প্রথমে ভয় দেখিয়ে হাঙরটিকে তাড়ান। এরপর অন্যান্য মানুষ তাদের কাপড় দিয়ে তার রক্তাক্ত হাত বাঁধেন। তিনি এ মুহূর্তে কানাডায় চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাদের ধারণা এটি একটি বুল জাতের হাঙর ছিল। হামলার আগে এটি দীর্ঘ ৪০ মিনিট সেখানে চক্কর দেয়। এরপর নারীর হাত কামড়ে দেয়।