হংকংয়ে গণতন্ত্রপন্থীদের ওপর ধরপাকড় অব্যাহত রেখেছে প্রশাসন। আল জাজিরা জানিয়েছে, হংকংয়ের পুলিশ সংবাদমাধ্যম অ্যাপল ডেইলির প্রধান সম্পাদক ও আরও চার কর্মকর্তাকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বাহিনীর ৫০০ কর্মকর্তা হংকংয়ের ওই পত্রিকা অফিস ঘেরাও করে।
অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা গণতন্ত্রপন্থী ধনকুবের জিমি লাই বর্তমানে কারাগারে আছে। অ্যাপল ডেইলি জানিয়েছে, প্রধান সম্পাদক রায়ান ল, প্রধান নির্বাহী কর্মকর্তা চিয়াং কিম-হাং, প্রধান পরিচালনাকারী কর্মকর্তা চৌ তাত-কুয়েন, উপ প্রধান সম্পাদক পুইম্যান এবং প্রধান নির্বাহী সম্পাদক চিয়াং চি-ওয়াইকে গ্রেফতার করা হয়েছে।