ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা প্রেসিডেন্ট পদপ্রার্থী এডুমুন্ডো গনজালেজ স্পেনে পালিয়ে গেছেন বলে জানিয়েছে দেশটির সরকার। তারা জানায়, স্পেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন গঞ্জালেজ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ভেনেজুয়েলায় গত জুলাই মাসে প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। কিন্তু অনলাইন ভোট গণনায় বিরোধী নেতা গঞ্জালেজ জয়ী হয়েছেন বলে দাবি করেন বিরোধীরা বেশ কয়েকটি বিদেশি সরকারও গনজালেসকে গত জুলাইয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের বৈধ বিজয়ী বলে মনে করে।
দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ গতকাল শনিবার রাতে ঘোষণা দেন যে, গনজালেসের আকস্মিক প্রস্থানের খবর পাওয়া গেছে। তিনি বলেন, কিছুদিন আগে গনজালেসকে গ্রেফতারের নির্দেশ দেয়ার পরও সরকার দেশের রাজনৈতিক শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য তাকে নিরাপদে দেশ ছাড়ার অনুমতি দিয়েছে।
নির্বাচনের পর ভেনিজুয়েলা সরকারকে ভোটের পূর্ণ ফলাফল প্রকাশ করে বিরোধী দলসহ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী দেশগুলো। তবে সেটা না করে বরং গঞ্জালেজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেশটির আদালত। পরিস্থিতির আরও অবনতি হতে থাকে। এবার জানা গেলে দেশ ছেড়ে গঞ্জালেসের চলে যাওয়ার খবর।