ভারতে স্ত্রীর অত্যাচারের মুখে আত্মহত্যা করেছেন এক যুবক।আত্মহত্যার আগে করা এক ভিডিওতে তিনি অভিযোগ করেন, মানসিক নির্যাতন ও স্ত্রীর ক্রমাগত দাবি-দাওয়ার কারণে তিনি আত্মহত্যা করতে বাধ্য হন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
খুররানা নামে ওই যুবক বলেন, কীভাবে তাদের মধ্যে বিচ্ছেদের আইন প্রক্রিয়া এগিয়েছে, তার শ্বশুরবাড়ি কীভাবে নির্যাতন করেছে তার ওপর আর্থিক বোঝা চাপিয়েছে। তার কাছে বিচ্ছেদের জন্য ১০ লাখ টাকা দাবি করে শ্বশুড়বাড়ির লোকজন। যা তার কাছে ছিল না। ভিডিওতে তিনি বলেন, ‘আমি আত্মহত্যা করতে যাচ্ছি। কারণ স্ত্রী ও তার পরিবারের আমার উপর অনেক নির্যাতন চালিয়েছে। আমরা পারষ্পরিক সমঝোতার মাধ্যমে বিচ্ছেদ চেয়েছিলাম। কিন্তু আমার ওপর তারা আরও চাপ দিচ্ছে। ’
খুররামের বোন জানিয়েছে, স্ত্রী মনিকা পাহওয়া ও তার বোন এবং বাবা-মা, সবাই মিলেই খুররামের ওপর নির্যাতন করতো। প্রতিনিয়ত তার ওপর মানকি চাপ প্রয়োগ করতো। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছিল।
গতকাল সকালে বুধবার সকালে কল্যাণ বিহারে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় পুনিতে খুররানার মরদেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।