সৌদি আরবে প্রায় ৮৬ শতাংশ নারী গাড়ি চালানোর সময় কিংবা যাত্রীর আসনে বসলে সিটবেল্ট বাঁধেন না। সম্প্রতি এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরে পাঁচ হাজার নারী ও পুরুষের ওপর জরিপটি চালানো হয়েছে। কিং আবদুল্লাহ ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টারে যারা গেছেন, তাদেরকেই নমুনায় রাখা হয়েছে।
১৮ থেকে ২৫ বছরের মধ্যে যাদের বয়স, তারাই নমুনায় স্থান পেয়েছে। নমুনায় অংশগ্রহণকারীদের মধ্যে ৫০ শতাংশ নারী।
সৌদি আরবে গাড়ি চালানোর সময় সিটবেল্ট ব্যবহারের হার নির্ণয় এবং এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য জরিপটি চালানো হয়। জরিপে উঠে আসে, নারীরা সিটবেল্ট ব্যবহারের দিক থেকে পিছিয়ে।
প্রায় ৮৬ শতাংশ নারী গাড়ির চালক হিসেবে কিংবা যাত্রীর আসনে বওেস সিটবেল্ট বাঁধেননি। তবে মোট ৪২ শতাংশ মানুষ সিটবেল্ট বেঁধেছেন। এর মধ্যে অবশ্য নারী-পুরুষ উভয়ই রয়েছে।