সৌদি আরবের মক্কার মায়সান অঞ্চলের জাবাল আমাদ পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়ে দ্রুতগতিতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে। উচুনিচু রাস্তা এবং গাছপালার ঘনত্বের কারণে আগুন নিয়ন্ত্রেণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।
বুধবার ভোরে জাবাল আমাদ পাহাড়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা। সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে আগুনের লেলিহান শিখা দেখা গেছে। হেলিকপ্টার থেকে পানি ছিটাতে দেখা গেছে।
টুইট বার্তায় মক্কার কর্তৃপক্ষ জানায়, মায়সানের জাবাল আমাদ পাহাড়ের একটি বনাঞ্চল থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। এখনো পর্যন্ত কেউ হতাহত হয়নি বলেও জানানো হয়।
সৌদি সিভিল ডিফেন্স এক টুইট বার্তায় বলেছে, ‘তায়েফ গভর্নরেট সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট জাবাল আমাদ পাহাড়ের আগুন নেভানো শুরু করেছে। আগুন নিভানোর কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন