সৌদি আরবের বাজপাখি প্রদর্শনীতে অংশ নিয়েছে জর্ডানের রয়্যাল প্রাকৃতিক সংরক্ষণ সোসাইটি। সৌদির আন্তর্জাতিক এই প্রদর্শনীতে জর্ডানের সংস্থাটির এটি প্রথম অংশগ্রহণ।
অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমে শিকারি এবং বাজপাখি প্রশিক্ষণে জর্ডানের অভিজ্ঞতা শেয়ার করা হবে।
জর্ডানের প্যাভিলিয়নের তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) আব্দুলরাজ্জাক আল হামাদ বলেন, প্রকৃতি রক্ষায় সচেতনতাসহ বাজপাখি রক্ষায় সৌদির ‘বাজপাখি ক্লাব’ একটি সুন্দর প্লাটফর্ম।
সৌদির নেওয়া প্রকৃতি সংরক্ষণ পদক্ষেপের প্রশংসা করেন তিনি।