সৌদি আরবের সুপ্রিম কোর্ট আগামী শনিবার ঈদের চাঁদ অনুসন্ধান করার অনুরোধ জানিয়েছে। শাওয়াল মাসের চাঁদ দেখা গেলেই দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঊদুল ফিতর।
শনিবার ২৯ মার্চ সৌদি আরবে ২৯টি রমজান শেষ হবে। এ দিন চাঁদ দেখা গেলে দেশটিতে ঈদ অনুষ্ঠিত হবে ৩০ মার্চ।
আজ বৃহস্পতিবার সৌদি আরবের সু্প্রিম কোর্ট সবাইকে চাঁদ দেখার এই আহ্বান জানিয়েছে। শনিবার সন্ধ্যায় কেউ যদি খালি চোখে অথবা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে চাঁদ দেখে তাহলে নিকটস্থ আদালতের কাছে জানাতে বলা হয়েছে।
ঘোষণাপত্রে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সৌদি আরবের প্রত্যেক মুসলিম নাগরিককে শনিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানানো হচ্ছে। কেউ যদি খালি চোখে অথবা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পায় তাহলে কাছের আদালতকে সে খবর জানাতে হবে।