পার্টির বিক্ষুব্ধদের কড়া বার্তা দিলেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। তিনি বলেছেন, আমিই ফুল-টাইম সভাপতি। কংগ্রেসকে পুনরুজ্জীবিত করে তোলার জন্য আত্ম-নিয়ন্ত্রণ, শৃঙ্খলা, ঐক্য এবং দলের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আজ শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে এ মন্তব্য করেন তিনি। সোনিয়া গান্ধী দলের ভেতরের সমালোচক- বিশেষ করে জি২৩ নেতাদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।
কংগ্রেসের সর্বোচ্চ নীতি-নির্ধারণী কর্তৃপক্ষ ওয়ার্কিং কমিটির বৈঠকে দেওয়া ওই বক্তৃতায় সোনিয়া গান্ধী আরও বলেন, ‘আমি সবসময় খোলামেলা কথা বলার প্রশংসা করেছি। গণমাধ্যমের মাধ্যমে আমার সঙ্গে কথা বলার দরকার নেই। বাইরে নয়, দলের অন্দরে কথা হোক।’
তিনি বলেন, ‘দল আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কিন্তু নিঃসন্দেহে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি আমরা শৃঙ্খলাবদ্ধ হই এবং যদি আমরা এককভাবে দলের স্বার্থের দিকে মনোনিবেশ করি, তাহলে আমি নিশ্চিত যে আমরা ভালো করব।’