English

22.4 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

সেলফি তোলাকালে বজ্রপাতে ৭ শিশুসহ মৃত্যু ১৯

- Advertisements -

ভারতের রাজস্থানের আম্বর দুর্গের কাছে বজ্রপাতে ১১ জন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দুই পর্যটক অন্তর্ভুক্ত রয়েছেন। রাজস্থানের বিভিন্ন স্থানে গতকাল রবিবার বৃষ্টিপাতের পরে বজ্রপাতের সময় সাত শিশুসহ আরও ১৮ ব্যক্তির মৃত্যু হয়েছিল।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বজ্রপাতে আম্বর দুর্গেই ১১ জনের মৃত্যু হয়েছে। গোটা রাজ্যে এদিন মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে এনডিটিভির খবরে ক্ষতিপূরণের পরিমাণ চার লাখ রুপি বলে উল্লেখ করা হয়।

অনেকে পাহাড়ি বনভূমি এলাকায় অবস্থিত আম্বর দুর্গের একটি স্তম্ভে উঠে বৃষ্টি উপভোগ করছিলেন ও সেলফি তুলছিলেন। এমন সময় বজ্রপাত হলে বহু লোক সেখান থেকে ঝাঁপিয়ে নিচে পড়ে। নিচে পড়ে যাওয়া ২৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। উদ্ধার কাজ চলমান রয়েছে।

জানা গেছে, আবহাওয়ার পূর্বাভাসে আজ সোমবারও রাজস্থানসহ আশপাশের এলাকায় বৃষ্টিপাত চলমান থাকার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন