লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি, ৩৬ বছর পর শিরোপা জয় এবং প্রয়াত ফুটবল–ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনাকে নিজেদের তৃতীয় বিশ্বজয়ের স্মারকটি উৎসর্গ করতে আর্জেন্টিনার পেরোতে হবে আর মাত্র একটি ধাপ।
মঙ্গলবার কাতার বিশ্বকাপে মেসির দল ফাইনালে উঠে গেছে। সেমি-ফাইনালে জয়ের পর রাজধানী বুয়েন্স এইরসের রাস্তায় লাখো মানুষের বাঁধভাঙা উৎসব দেখা গেছে।
কাতার বিশ্বকাপের সেমি-ফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠার পর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের রাস্তায় লাখো মানুষের ঢল নামে।
২০১৪ বিশ্বকাপের পর আরেকবার ফাইনালে যাওয়ার কৃতিত্ব অর্জনের পাশাপাশি এই নিয়ে ৬ষ্ঠ বার বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা।
স্থানীয় গণমাধ্যম বুয়েন্স এইরেসের খবরে বলা হয়েছে, সেমি-ফাইনাল জয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে বুয়েন্স এইরেসের রাস্তায় আর্জেন্টাইন সমর্থকদের উপস্থিতির কমতি ছিল না। ফাইনালে উঠার আনন্দ এত বড়, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার উৎসব কেমন হবে সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে।